স্বামীকে চাপ মুক্ত রাখতে স্ত্রীর করণীয়। Husband to wife
স্বামীকে চাপ মুক্ত রাখতে স্ত্রীর করণীয়।
১. প্রয়োজন ছাড়া কিছুর জন্য বাইনা ধরবেনা ।
২. অফিসে বা কাজে থাকলে অতি প্রয়োজন ছাড়া কল দিবে না।
৩. কোন কাজের প্রেসারে থাকলে সাহস যোগাবে।
৪. নেই নেই বলে কোন কিছুর জন্য তারা দিবে না । বলবে এসব লাগবে । যেমন চাল নেই ডাল নেই লবণ নেই না বলে এসব লাগবে বলবে।
৫. ঘরের প্রয়োজনীয় জিনিস শেষ হওয়ার তিনদিন আগেই জানিয়ে রাখবে।
৬. বন্ধুদের সাথে বেড়াতে গেলে বাড়ি আসার জন্য চাপা- চাপি করবে না।
৭. স্বামীকে কখনোই অন্য পুরুষের সাথে তুলনা করবে না।
৯০ বাঘ পুরুষ শাশুড়িকে মায়ের মত শ্রদ্ধা করে কিন্তু ৯০ ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে।
হঠাৎ করে কখনো কারো কথা মনে পড়লে তার জন্য দোয়া করুন হয়তোবা সেই মুহূর্তে আপনার দোয়া তার খুব প্রয়োজন।
যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে (আবু দাউদ ১৫৩৪)
ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো ওজন কতটা ভারী হয়।
যদি আপনি গরিব হন তাহলে কেউ খোঁজ নেবে না।
যদি অন্যের বাড়িতে কাজ করে খান তাহলে সবাই দেখে আসবে।
আর জীবনে যদি কিছু একটা হয়ে যান।
তাহলে সবাই জ্বল হ্যাঁ এটাই বেইমান শহরের সমাজ।
জীবনে থাকলে হয়তো বিশ্বাস নষ্ট হয় তবে একবার ঠকলে হাজার বছরের শিক্ষা পাওয়া যায় তার থেকে।