ফেইসবুক পেইজে অর্গানিক রিচ বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস্

 

all best tips,bangla tutorial,facebook page viral tips bangla,new like facebook page,facebook page bangla,facebook page free like bangla,free promote facebook page,facebook page promote bangla,facebook page outo like bangla,facebook page grow,facebook page tips bangla,creating a fb business page,facebook ads for ecommerce,facebook lead ads,facebook advertising,facebook download apk,facebook lite apk download

ফেইসবুক পেইজে অর্গানিক রিচ বাড়ানোর একটি কিছু গুরুত্বপূর্ণ টিপস্!!!

২০১৬ সালের আগ পর্যন্ত যখন ফেইসবুক বিজনেস পেইজে পোস্ট করা হতো তখন পেইজে অর্গানিক রিচ হতো প্রায় ৩০ শতাংশ ফলোয়ারের কাছে। ২০১৬ সালে ফেইসবুক অ্যালগরিদম আপডেট হওয়ার ফলে সেই রিচ কমিয়ে . শতাংশে নিয়ে আসা হয় তারপর ২০১৮ সালের আপডেটের পরে বিজনেস পেইজের রিচ কমিয়ে আনা হয় মাত্র শতাংশে! অর্থাৎ আপনার পেইজে যদি ১০ হাজার ফলোয়ার থাকে তাহলে আপনার পোস্টগুলো শুধুমাত্র ২০০ জন ফলোয়ারের কাছে রিচ করবে!



চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে পেইজে অর্গানিক রিচ বাড়ানো যায় !!

 ১৷ পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ফেইসবুক পেইজে অর্গানিক রিচ বাড়ানো যায় আপনি যদি আপনার গঠনমূলক পরিচিতি বাড়াতে পারেন তাহলে আপনাকে যারা ফলো করবেন, গুরুত্ব দিবেন তারা আপনার পেইজেও ভিজিট করতে আসবেন আপনার পেইজের পোস্টগুলোতে লাইক-কমেন্ট করবেন এতে আপনার পেইজের রিচ অনেকাংশেই বেড়ে যাবে



 ২৷ কমেন্ট ব্যাকলিংকের মাধ্যমে পেইজের রিচ বাড়ানো যাবে আপনি যদি অন্যদের পোস্টে গঠনমূলক কমেন্ট করেন তাহলে অন্যরাও আপনার পোস্টগুলোতে কমেন্ট করতে চাইবেন আর এভাবেই আপনার পোস্টগুলোও রিচ করতে থাকবে

 ৩৷ গেস্ট পোস্টের মাধ্যমে পেইজের রিচ বাড়ানো যাবে আপনি যখন অন্যদের গ্রুপে পোস্ট করতে থাকবেন, একটিভ থাকবেন তখন আপনার সাথে অন্যদের একটি সুসম্পর্ক তৈরি হবে অন্যরা আপনাকে গুরুত্ব দিবে তখন তারা আপনার পেইজগুলোও ভিজিট করবেন লাইক-কমেন্ট করবেন আর এভাবেই আপনার পেইজের পোস্টগুলোও রিচ করতে থাকবে

 ৪। ট্রেন্ডিং বা চলমান টপিকগুলোর পোস্ট করুন
ট্রেন্ডিং বা চলমান টপিকগুলোর পোস্ট বেশি রিচ হয়। সেক্ষেত্রে হ্যাশট্যাগ একটি কার্যকর ইন্ডিকেটর হিসেবে ব্যবহৃত করতে পারেন।

 ৫৷ পেইজে গঠনমূলক তথ্যমূলক পোস্ট করতে হবে আপনি যদি আপনার পেইজে শুধু সেল পোস্ট দিতে থাকেন তাহলে আপনার ফলোয়ার্সরা কখনোই এতে উপকার পাবেনা তাই তারা আপনার পেইজে ভিজিটও করতে চাইবেনা তখন ফেইসবুক অটোমেটিক্যালি আপনার পেইজের রিচ কমিয়ে দিবে কিন্তু আপনি যদি কিছু গঠনমূলক পোস্ট করেন, তথ্যমূলক পোস্ট করেন; যেটাতে আপনার ফলোয়ারদের উপকার হবে; তারা আপনার পোস্টের মাধ্যমে কিছু শিখতে পারবে, জানতে পারবে এমন পোস্ট আপনাকে করতে হবে তাহলে আপনার পেইজের রিচও বেড়ে যাবে আপনার ফলোয়ার্সরা আপনার পেইজকে গুরুত্ব দিবে, লাইক - কমেন্ট করবে৷
তখন অটোমেটিক্যালি ফেইসবুক আপনার পেইজের রিচ বাড়িয়ে দিবে

 ৬। সেই সময়ে পোস্ট করুন যখন আপনার ব্যবহারকারীরা অনলাইনে বেশি একটিভ
যেমনঃ ধরুন সন্ধ্যা টা থেকে রাত ১০ টা পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি ফেসবুকে একটিভ থাকে তাই তখন পোস্ট করলে পোস্টের রিচ বেড়ে যাবে। কিন্তু আপনার পোস্টটি যদি B2B (বিজনেস টু বিজনেস) হয় তাহলে সকার ১০ টা থেকে বিকাল টার মধ্যে পোস্ট করা ভালো। কারন এই সময়ে সব ব্যবসায় প্রতিষ্ঠান খোলা থাকে।

 ৭। গঠনমূলক বা তথ্যমূলক ভিডিও কনটেন্ট দিতে হবে  

বর্তমানে ফেইসবুক পেইজে সেল পোস্ট আর লিখিত পোস্টের চেয়ে ভিডিও কনটেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে তাই আপনি চাইলে আপনার পেইজে আপনার ব্র্যান্ড অনুসারে বিভিন্ন ভিডিও কনটেন্ট দিতে পারেন , প্রয়োজনে লাইভ করতে পারেন এতে আপনার পেইজের রিচ অনেকটা বেড়ে যাবে ভিজিটররা আপনার পেইজকে গুরুত্ব দিবে আর এভাবেই আপনার পেইজের রিচ ফেইসবুক অটোমেটিক্যালি বাড়িয়ে দিবে



 ৮। ধারাবাহিকভাবে নিয়মিত পোস্ট করুন।
অনেকেই দেখা যায় ফেসবুক পেজে কখনো খুব বেশি পোস্ট করেন আবার কিছুদিন ইনেকটিভ হয়ে যান। সেক্ষত্রে আপনাকে নিয়মিত ধারাহাবিকভাবে পোস্ট করতে হবে। খুব বেশি বেশি পোস্ট করতে হবে ব্যপারটা এমন নয় তবে পোস্টের দীর্ঘবিরতি দেয়া উচিত নয়।

 ৯। সেই পোস্টটি বুস্ট করুন যার অরগানিক রিচ বেশি।



 ১০৷ সর্বশেষ যেই পদ্বতিটি ফলো করবেন তা হলো , আপনি আপনার ফ্যান ফলোয়ারদের বলতে পারেন তারা যেন আপনার পেইজ কে ফলো করে Follow Settings ক্লিক করে See First অপশনটি একটিভ করে আপডেট করে নেয়
এতে আপনি যখনই যেই পোস্টটি আপলোড করবেন তখনই আপনার সেই পোস্টটি তাদের কাছে পৌছে যাবে

আশা করি এই পোস্ট থেকে আপনাদের কিছুটা হলেও সাহায্য হবে।
ধন্যবাদ।
Bottom of Form

 কেমন হবে ভবিষ্যতের বাইক দেখুন?

Next Post Previous Post