রমজানে ব্যস্ত মানুষরা, স্টুডেন্টরা, যেকোনো কাজের ফাঁকে, যে আমলগুলো সহজেই করতে পারেন।♥️
রমজানে ব্যস্ত মানুষরা, স্টুডেন্টরা, যেকোনো কাজের ফাঁকে, যে আমলগুলো সহজেই করতে পারেন।♥️
১.মাত্র 1 মিনিটে আপনি সুরা ফাতেহা পড়ে নিতে পারেন একবার সূরা ফাতিহা পড়লে 600 টিরও বেশী নেকী পাওয়া যায় ।
২. 1 মিনিটে আপনি সূরা ইখলাস (কুলহু আল্লাহু আহাদ) অন্তত কয়েক বার পড়তে পারেন।
এই ছোড়া একবার পাঠ করলে কোরআন শরীফের এক-তৃতীয়াংশ পড়ার সমান সওয়াব পাওয়া যায়।
৩. 1 মিনিটে আপনি কোরআন শরীফের কিছু আয়াত পাঠ করতে পারেন। ইচ্ছা করলে আপনি এক মিনিটে ছোট একটি আয়াতঃ মুখস্ত করতে পারেন।
৪. 1 মিনিটে আপনি অনেকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ।অনেকবার পড়তে পারেন কিতাবে আছে যে ব্যক্তি এক দিনে এই দোয়াটি 100 বার করে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় যদিও তার সমুদ্রের ফেনার সমান হয় না কেন।
৫. নবী মোহাম্মদ সল্লালাহ সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এই চারটি বাক্য গুলো আল্লাহর নিকট অধিক প্রিয়।
আপনি একমিনিটেই চার ডিজিটের অনেক বার করতে পারেন
৬. 1 মিনিটে আপনি লা হাওলা ওয়ালা কুওযতা ইল্লা বিল্লাহ (অর্থ কোন উপাস্য সামর্থ্য নেই কোন শক্তি নেই আল্লাহ ছাড়া)
50 বারের বেশি।
৭. 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ (অর্থ : আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই) প্রায় 50 বার পড়তে পারেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য তাওহীদের বাণী।
৮.1 মিনিটে আপনি আল্লাহর কাছে ১০০ বারের বেশি ই সত্তিগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন অনেকবার। আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এইতাসবিহ ক্ষমা ক্ষমা প্রার্থী ও জান্নাতে প্রবেশের উপায়।
৯.এক মিনিটের টেলিফোন যোগাযোগের মাধ্যমে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারে ।
হাদিসে আত্মীয়তার সম্পর্ক রক্ষার অনেক ফজিলত বর্নিত হয়েছে।
১০. এক মিনিট আপনি নবী (সা.) এর ওপর অন্তত ৫০ বার দরূদ পাঠ করতে পারেন।
সাংখেপে পঠিত দ রুদ হলো । সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । এর প্রতিদানে আল্লাহ আপনার উপর ৫০০ বার রহমত পাঠাবেন। কারণ একবার দরূদ পাঠ করলে আল্লাহ 10 বার এর প্রতিদান দেন।
Mesothelioma Patient Testimonials While mesothelioma survival rates offer a broad outlook on survival, they do not characterize particular instances. Diagnostic equipment and therapeutic methods have improved recently. There are now more long-term mesothelioma survivors thanks to these achievements. After a diagnosis, mesothelioma survivors give patients and their loved ones hope.