স্বামী স্ত্রীর রাগ উঠলে করণীয় । What to do when husband and wife get angry

স্বামী স্ত্রীর রাগ উঠলে করণীয় । What to do when husband and wife get angry


স্বামী যখন গরম হয়, স্ত্রী তখন তুমি ঠান্ডা হয়ে যাও।

 

স্ত্রী যখন আগুন হয়, স্বামী তখন তুমি পানি হয়ে যাও।

 

একটা কথা সব সময় মনে রাখবে………….🥀

 

তোমরা দুজন কোন, দুই দলের রাজনৈতিক কোন নেতা নয়।

 

যে পাম থেকে চুন বসলে যুদ্ধ ঘোষণা করে দিবে………🥀


যার বুকে সন্ধার পরে মাথা রেখে ঘুমাতে হয়।

তার সাথে দূরত্ব নয়, আগে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়………🥀

 

স্বামী তুমি রাগের মাথায় কখনো তোমার স্ত্রীকে বাড়ি থেকে চলে যেতে বলো না। আর মা-বাবাকে নিয়ে গালি দিও না।

 

একটা কথা মনে রেখ

 

সে কিন্তু নিজের ইচ্ছায় তোমার বাড়িতে আসেনি। একদিন তুমি তোমার পুরো ফ্যামিলি সাথে নিয়ে গিয়ে। কারবারি থেকে তাকে তুলে এনেছিলে।

 

আর মেয়েরা তার বাবা মাকে নিয়ে গালি দিলে সহ্য করতে পারে না। আর কখন রাগের মাথায় যদি সে আবার উল্টোপাল্টা কিছু বলে দেয়। তখন তো তুমি বলবে তাকে খারাপ 🥀

 

তুমি তোমার স্ত্রীর সাথে ঝগড়া করে, বাহিরে গিয়ে ১৫ টাকা দিয়ে একটা সিগারেট না খেয়ে।-5 টাকা দিয়ে একটা গোলাপ কিনে ঘরে ফিরে আসো।


দেখবে সংসারের সুখ নেমে আসবে, ভালোবাসার সুন্দর হবে, বিশ্বাস হয় না, বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখো। তুমি নিজেই বুঝতে পারবে……🥀

 

একজন পুরুষ সারাদিন কাজ করে ঘরে ফিরে, একটু শান্তির আশ ায় সেখানে একজন স্ত্রী চাইলে স্বর্গের সুখও দিতে পারে আবার নরগের যন্ত্রণাও দিতে পারে.🥀

 

একজন পুরুষ পুরো পৃথিবী সমান শোক নিয়ে ঘরে ফেরার পর, যদি স্ত্রীর কাছে ভালোবাসা না পায় সুন্দর আচরণ না পায়। তাহলে পুরো পৃথিবী সমান ভালোবাসা মাটি হয়ে যায়।

 

আবার একজন পুরুষ সারা পৃথিবীর সমান দুঃখ নিয়ে ঘরে ফেরার পর। যদি স্ত্রীর ভালোবাসা পায়।  তাহলে তার পুরো পৃথিবী সমান দুঃখ, সুখে পরিণত হয়ে যায়।


Next Post Previous Post