এই পাঁচটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন।

এই পাঁচটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন।


১) কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেননা যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার কোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে১০-১৫ মিনিট পরে চেষ্টা করুন।


২) কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ক্ষণ দাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মত ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন।


৩) এখনো বিয়ে করোনি কেন?

 তুমি এখনো নতুন বাড়ি কিনছো না কেন?

 এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন


৪) অন্যের মতামত কে সম্মান জানাতে শিখুন । কারো কথায় মাঝখানে কখনো কথা বলবেন না । তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।


৫) কেউ যদি কোন ছবি দেখানোর জন্যে তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ও পাস করবেন না।


৬) একটু কথা বললে যে মানুষটা খুশি থাকে তার অবহেলা নামক বিষ দিয়ে কখনোই মেরো না যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে সে ভালোবাসা ভেঙে দেওয়ার মত কারো ক্ষমতা থাকে না।


যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে আতি আপনার আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালবাসবে এমন কোন নিশ্চয়তা নেই ভালোবাসা কোন ধনসম্পত্তির মোহ নয় যে জোর করে তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে।


অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না। কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে যারা মাথা খাটিয়ে সব সময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালবাসতে পারে না।


সেই মানুষটার ভরসা ভেঙ্গো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না।


আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয় আর এখন বুঝলাম ভেজালের যুগে কষ্ট করেও কোন খাঁটি ভালবাসা পাওয়া যায় না সবকিছুতেই স্বার্থ থাকে।


মানুষ কোন জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অতীত্ব টিকে থাকে ভিজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে।

Next Post Previous Post