সদকায়ে জালিয়া ,আল্লাহর পথে ব্যয়
কে বড় বুদ্বিমান?
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ,
প্রশংসা আল্লাহর জন্য অতঃপর দরূদও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি,আল্লাহুম্মা সাল্লে আলাইহি আল্লাহুম্মা বারিক আলাহে।
দক্ষিণ নাল্লাপোল্লা হুসনূল মায়াব ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ।
এই পৃথিবীতে বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা এই অস্থায়ী পৃথিবীতে এসে স্থায়ীভাবে নিজেদের জন্য
এমন এক ব্যবস্থাপনা বা কর্ম করে যায় যাতে সে এবং তার পরিবার সহ সকলেই মৃত্যুর পর
স্থায়ীভাবে সেই কর্ম দ্বারা উপকৃত হয় (যাকে সদকায়ে জারিয়া বলা হয়)। এরাই প্রকৃত ভাবে
প্রকৃত জ্ঞানী ,সত্যিকার ভাবে বুদ্ধিমান
সম্প্রতি গত 10 অক্টোবর সকাল 8 ঘটিকার সময় দক্ষিণ নাল্লাপোল্লা হুসনূল মায়াব ফাউন্ডেশন
এর পক্ষ থেকে দক্ষিণ নাল্লাপোল্লা পূর্বপাড়া কবরস্থানের জমির জন্য কিছু আর্থিক সাহায্য প্রদান করে (আলহামদুলিল্লাহ)!
এমন একটি মহান কাজে দক্ষিণ নাল্লাপোল্লা হুসনূল মায়াব ফাউন্ডেশন সাহায্য করতে পেরে
মহান আল্লাহর প্রশংসা করছে এবং আমাদের সকলের উচিত এমন সকল কার্যক্রমে সর্বপরি
সাহায্য প্রদান করা যাতে করে আমরা কাল কেয়ামতের দিন আল্লাহর নিকট এর প্রতিদান পেতে
পারি স্থায়ি ভাবে আর সাথে সাথে সকলের কাছে দোয়া কামনা করছি যাতে এমন সকল কার্যক্রমে
আপনাদের পাশ্বে থাকতে পারে সর্বদা দক্ষিণ নাল্লাপোল্লা হুসনূল মায়াব ফাউন্ডেশন ইনশাআল্লাহ ।
মহান আল্লাহ সকলের মঙ্গল করুন ,আমিন।